১) আজ্ঞা পালন ও ভদ্র আচরণ একান্ত কাম্য।
২) মনে রাখবে আজ্ঞা-পালনকারীই শিক্ষা গ্রহণ করে মানুষের মত মানুষ হতে পারে।
৩) বিদ্যালয়ে কখনও চিৎকার করে কথা বলবে না।
৪) মনে রেখো—মন দিয়ে প্রার্থনা করলে মন একাগ্র হয় ও পড়াশোনা ভাল হয় ৷
৫) শ্রেণি কক্ষে নীরবতা রক্ষা করবে ও পাঠ মন দিয়ে শুনবে।
৬) প্রতিদিনের পড়া প্রতিদিন করবে। বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে।
৭) বিদ্যালয়ের পরিবেশ ও শ্রেণি কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কর্তব্য।
৮) শ্রেণি কক্ষে শৃঙ্খলা ভঙ্গ করা ও শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ অমান্য করা অমার্জনীয় অপরাধ ।
৯) প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে গুরুজনদের ও শিক্ষক-শিক্ষিকাদের প্রণাম করবে।