বিদ্যালয়ের নিয়মাবলী

 বিদ্যালয়ে উপস্থিতি/অনুপস্থিতি সংক্রান্ত নিয়মাবলী : 

১) প্রত্যেক শিক্ষার্থীর প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিতি বাঞ্ছনীয় । 

২) অনুপস্থিত হলে বিবরণী পুস্তিকায় কারণ দেখিয়ে স্বাক্ষর করে পরদিনই শ্রেণি শিক্ষককে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে শিক্ষার্থীকে নির্দেশ দিন। 

৩) একাদিক্রমে তিন দিন অসুস্থতাজনিত অনুপস্থিতির জন্য মেডিকেল সার্টিফিকেটের জেরক্স কপিসহ আবেদনপত্র প্রধান শিক্ষকের কাছে জমা দিন। 

৪) দীর্ঘদিন অনুপস্থিতির পূর্বেই প্রধান শিক্ষকের দ্বারা আবেদন মঞ্জুর করিয়ে নিতে হবে। 

৫) প্রত্যেক ছাত্রকে প্রতি পর্বভিত্তিক পরীক্ষার পূর্বে কমপক্ষে শতকরা ৭৫ দিন উপস্থিত থাকতে হবে। 

৬) বিদ্যালয়ে আয়োজিত প্রত্যেক অনুষ্ঠানে ছাত্রের উপস্থিতি বাধ্যতামুলক। 

৭) আইকার্ড ও নির্দিষ্ট পোশাক এবং বিদ্যালয় বিবরণী ছাড়া কোনও ছাত্রকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। 

 

পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী : 

১) প্ৰতি শিক্ষাবর্ষে তিন পর্বে পরীক্ষা নেওয়া হয় ক্লাসে প্রদত্ত সিলেবাস অনুযায়ী। 

২) সকল পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে বার্ষিক মূল্যায়ন করা হয়। 

৩) শিক্ষার্থীকে পরীক্ষায় প্রতি বিষয়ে ন্যূনতম শতকরা ৪০ নম্বর পেতে হবে। 

৪) কোন পরীক্ষায় অনুপস্থিত থাকলে পুনরায় পরীক্ষা নেওয়া হয় না । 

৫) প্রতি পার্বিক পরীক্ষার পূর্বে বিষয় ভিত্তিক মূল্যায়নের দিনগুলিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। 

 

প্রদেয় অর্থ সংক্রান্ত নিয়মাবলী : 

শিক্ষাবর্ষের শুরুতেই বিদ্যালয়ের জন্য প্রদেয় অর্থ এককালীন জমা দেওয়া আবশ্যিক

 

বিদ্যালয়ের সময়সূচী : 

১) সকল ছাত্রের উপস্থিতিঃ ১০:২০মিঃ। 

২) প্রার্থনায় সমবেত হওয়ার জন্য প্রথম ঘন্টাঃ ১০:২৫ মিঃ। 

৩) দ্বিতীয় ঘন্টায় প্রাথর্না শুরুঃ ১০:৩০ মিঃ । 

৪) বিদ্যালয়ে পাঠদান শুরুঃ ১০:৪০ মিঃ। 

) বিরতিঃ ক) ১২টা থেকে ১২টা ১০মিঃ খ) ১:৩০ মিঃ থেকে ১:৫০ মিঃ পর্যন্ত। 

৬) ছুটির সময়ঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণিঃ :০৫মিঃ; তৃতীয় ও চতুর্থ শ্রেণিঃ ৩:১০মিঃ। 

৭) শনিবার সকল ছাত্রের ছুটিঃ ১:৩০মিঃ। 

* বিলম্বে উপস্থিতি বাঞ্ছনীয় নয় । 

 

 নির্ধারিত পোশাক :

১) নেভি-ব্লু রঙের হাফ প্যান্ট ও সাদা হাফ শার্ট, কালো বেল্ট, কালো বুট ও নেভি ব্লু রঙের মোজা বিদ্যালয়ের পোশাক হিসাবে নির্দিষ্ট।

২) বিদ্যালয়ের অভিজ্ঞান (logo) পোশাকের অপরিহার্য অঙ্গ। 

৩) শীতকালে দৈনন্দিন পোশাকের সঙ্গে সাদা ফুল শার্ট ও নেভি ব্লু রঙের সোয়েটার টুপি ব্যবহার করবে। 

 

বিশেষ জ্ঞাতব্য : 

) এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাসের ও যাতায়াতের জন্য গাড়ীর ব্যবস্থা নেই। 

) বাৎসরিক পরীক্ষায় এবং যে কোন প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য প্রতি বৎসর পুরস্কার প্রদান করা হয়। 

৩) অনিবার্য কারণে পার্বিক পরীক্ষার তারিখ বদল হতে পারে। 

) কোন ছাত্র বার্ষিক পরীক্ষায় আশানুরূপ ফল না করলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হয় না