টাকী রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়

সমাজের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ছাত্রেরা এই বিদ্যালয়ে পড়াশুনা করে। এই বিদ্যালয়ে শিশুদের সার্বিক উন্নতি যথা শারীরিক, মানসিক, বৌদ্ধিক চারিত্রিক উন্নতির উপর বিশেষ জোর দেওয়া হয়। পড়াশুনার সঙ্গে অংকন, সংগীত যেমন শেখান হয়, তেমন এখানে শিশুদের শরীরচর্চা এবং খেলাধুলার সুযোগ আছে। বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন রাজ্যস্তরীয় মেধা অনুসন্ধান পরীক্ষায় বিদ্যার্থীরা অংশগ্রহণ করে ভাল ফলাফল করে থাকে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ন্যূনাধিক চারশত ।

শ্রেণী ও মাধ্যমঃ 

এই বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছাত্রদের পাঠদান করা হয়। প্রতিটি শ্রেণিতে দুটি করে বিভাগ আছে। মূলতঃ বাংলা ভাষায় পাঠদান করা হলেও ইংরাজী ভাষা শিক্ষার প্রতি যথেষ্ট যত্নশীল এই বিদ্যালয়। এখানে ভারতীয় সংস্কৃতি ও নৈতিক শিক্ষা’, অঙ্কন ও হস্তাক্ষর শিক্ষণের পাঠদানও করা হয়। 

শরীরচর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা : 

সবল দেহে সুস্থ মন বাস করে। এই বিদ্যালয়ে শরীর চর্চা খেলাধূলার ব্যবস্থা আছে। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। 

সংস্কৃতি চর্চা ও বাৎসরিক সাংস্কৃতিক উৎসব :

মানুষের জীবন গঠনে সংস্কৃতির ভূমিকা অনন্য। বিদ্যালয়ের বিশেষ বিশেষ দিনের বিভিন্ন অনুষ্ঠানে ও বাৎসরিক উৎসবে ছাত্রেরা অভিনয়, গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে থাকে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার দ্বারা উক্ত বিষয়গুলি অনুশীলন করানো হয় । 

বিশেষ বিশেষ দিন উদযাপন : 

২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস, ১৫ই আগষ্ট স্বাধীনতা দিবস, ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, সেপ্টেম্বর শিক্ষক দিবস, বার্ষিক উৎসব ও সরস্বতী পূজা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।