অভিভাবকদের জ্ঞাতব্য বিষয়

শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিম্নে লিখিত কথাগুলি মেনে চলুন : 

১) শিশুকে সৎ বিচার করতে, শোভন আচরণ করতে এবং স্বচ্ছতার অভ্যাসে উৎসাহিত করুন। 

২) প্রতিদিন বিদ্যালয় থেকে দেওয়া গৃহকার্য করে যাচ্ছে কী না সে ব্যাপারে সতর্ক থাকুন। 

৩) নিয়মিত নির্দিষ্ট পরিচ্ছন্ন পোষাকে আই-কার্ড ও বিবরণী পুস্তিকাসহ শিক্ষার্থীকে যথা সময়ে বিদ্যালয়ে পাঠাবেন। 

৪) প্রতি রবিবার হাতপায়ের নখ এবং সঠিকভাবে চুল কাটানো হয়েছে কী না পরীক্ষা করবেন। 

) নিয়মিত রুটিন অনুযায়ী বই, খাতাসহ অন্যান্য আনুষঙ্গিক জিনিস দিয়ে বিদ্যালয়ে পাঠান। 

) প্রতিদিন স্কুল বিবরণী পুস্তিকাটি চেক করুন। পঠনপাঠন/আচরণ সম্পর্কে কোন মন্তব্য থাকলে পড়ুন ও স্বাক্ষর করে শ্রেণী শিক্ষক/শিক্ষিকাকে জমা দিন । 

৭) পার্বিক পরীক্ষার প্রগতি পত্র পড়ে ও স্বাক্ষর করে ঘোষিত দিনে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিন । 

৮) বিদ্যালয়ে আহুত সভায় আপনার উপস্থিতি একান্ত বাঞ্ছনীয়। 

৯) শিক্ষার্থীর পড়াশোনা/অন্যান্য বিষয় সংক্রান্ত আলোচনার জন্য প্রধান শিক্ষকের আহ্বানে বিদ্যালয় চলাকালীন এসে সাক্ষাৎ করতে অনুরোধ করা হচ্ছে। 

১০) শিক্ষার্থীর সার্বিক উন্নতির জন্য বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। 

১১) ক্রমাগত খারাপ ফলাফল/আগাম সূচনা ব্যতিরেকে দীর্ঘ অনুপস্থিতি/অবাধ্য আচরণের জন্য শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে অপসারণ করা হতে পারে। 

১২) পাঠ মূল্যায়নের জন্য প্রত্যেক বিষয়ের আলাদা খাতা দিতে হবে। 

১৩) প্রার্থনার ১৫ মিঃ পূর্বে বিদ্যালয়ে শিক্ষার্থীকে অবশ্যই পৌঁছাতে হবে। 

১৪) শিক্ষার্থীর বইগুলি ও বিবরণী পুস্তিকার মলাট দিয়ে শিশুকে সব কিছুর যত্ন নিতে শিক্ষা দিন। 

১৫) বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীর নিরাপত্তার ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের কোন দায়িত্ব থাকবে না